তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে আহত রানা মারা গেছেন। ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
গেল রাত সাড়ে ৭টার দিকে সতিহাট বাজারে গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর ভোরে মারা যান তিনি। রানা বিএনপির কর্মী ছিলেন।
পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। গেলো রাতে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়। মিছিল দু’টি হাতিগাড়া চৌরাস্তায় পৌঁছেলে দু’পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় নৌকার নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়। খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।