নির্ধারিত স্থান ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
নির্ধারিত স্থান ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরিবহন চালক ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস ধর্মঘটের বিষয়ে মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার কখনোই পরিবহন ধর্মঘটের চিন্তা করে না।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারে গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে । তিনি জানান, টার্মিনাল ছাড়া বাস মালিকরা কোনো টোল আদায় করতে পারবে না।
অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো বিআরটিএ’র নীতিমালার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির সমাবেশে যানবাহন চলাচল বন্ধ থাকার বিষয়ে সরকারের হাত নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল