নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না : ফারুক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্র মেরামতের ২৭ ও সরকার পতনের ১০ দফা নিয়ে কর্মশালা ও আলোচনা সভা করেছে বিএনপি।
চুয়াডাঙ্গায় বিএনপি’র অনুষ্ঠানে সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন- বিএনপিকে মামলা-হামলার ভয় দেখিয়ে লাভ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নেত্রকোনায় বিএনপি’র ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নিরপেক্ষ, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। জেলা বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।