প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার পর এখন নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, নিরাপদ খাদ্যপণ্য বিদেশেও রপ্তানি করা হবে।
দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ উপায়ে আম উৎপাদন, সংগ্রহ, পাকানো, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে জন সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভেজাল খাদ্য বর্জনসহ এর বিরুদ্ধে সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজাল খাবারের জন্য মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নিজেকে সুস্থ রাখতে নিরাপদ খাদ্য খেতে হবে। ভেজাল খাদ্য বর্জন করে সুস্থ সবল মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।