নিরাপদ আবাসনের দাবিতে বরিশাল মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নিরাপদ আবাসের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে সকাল ৯টা থেকে চলছে তাদের কর্মসূচি। অবিলম্বে নতুন বহুতল হোস্টেল নির্মাণের দাবী শিক্ষার্থীদের। কলেজে আসন সংকট রয়েছে স্বীকার করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ।
শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজে প্রতিটি ব্যাচে ২৩০ জন এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থী রয়েছে ৫২ জন। সে হিসেবে ১ হাজার ৪’শ মেডিকেল শিক্ষার্থী রয়েছে শের-ই বাংলা মেডিকেলে। ১৯৬৮ সালে ক্যাম্পাস নির্মাণের সময় ছাত্রদের ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি এবং ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য একটি হোস্টেল নির্মাণ করা হয়। ৫০ বছর পুরোনো হোস্টেলগুলো বর্তমানে জরাজীর্ন। তাছাড়া হোস্টেলে স্থান সংকুলান না হওয়ায় মর্গের জন্য নির্মিত একটি ভবনেও বসবাস করছে কিছু ছাত্রী। পুরনো বিভিন্ন হোস্টেলের সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে প্রায়ই আহত হয় শিক্ষার্থীরা।
এ অবস্থায় নিরাপদ আবাসনের দাবীতে সকালে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের দাবী প্রতিটি হোস্টেলে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী থাকায় লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে নতুন বহুতল হোস্টেল নির্মাণ করে দ্রুত দাবী পূরণের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আবাসন সমস্যার কথা স্বীকার করে মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, ১৯৬৮ সালের পর আর কোন নতুন হোস্টেল নির্মাণ করা হয়নি। সব হোস্টেল ইটের গাথুনীতে তৈরী। প্রকল্প পাশ হলে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ দিকে, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।