নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করবে না বিএনপি : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি, জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের বিজয়ীকে মেনে নেবে জনগণ। দুপুরে নাটোরের আলাইপুরে সদর উপজেলা ও নাটোর শহর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এসময় দুলু আরো বলেন, আগামীতেও সরকার পতন আন্দোলন ও জনগণের দাবি আদায়ে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। রাখতে হবে অগ্রণী ভূমিকা। যুব সমাজের দুর্বার আন্দোলনের মাধ্যেমেই জনগণের মুক্তি মিলবে বলেও জানান বিএনপির এই নেতা। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।