নিরপেক্ষ সরকারের ঘোষণা দিলেই সংলাপে যাবে বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের ঘোষণা দিলেই, সরকারের সাথে সংলাপে যাবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অনির্বাচিত সংসদ জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য ছিলো না। দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
চলমান আন্দোলন বেগবান করতে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করে বিএনপি।
পৌনে এক ঘন্টার বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মলনে বিএনপি মহাসচিব বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে দায়িত্ব নিতে হবে।
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনির্বাচিত সংসদ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিলো না।গণতান্ত্রিক আন্দোলন সংকুচিত করতেই বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।