নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চাঁদপুরে গণফোরামের মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সারাদেশে ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চাঁদপুরে গণফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁদপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জনগণ নিয়মিত বিদুৎ বিল পরিশোধ করছে, তারপরও সরকার বিদ্যুতের জন্য তেল ও কয়লা আনতে পারে না? কেন হাজার কোটি টাকা বকেয়া থাকবে, এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার গঠনের আহবান জানান তারা। মানববন্ধনে অংশ নেয় গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি সেলিম আকবর, কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তাক আহমেদ ও গণফোরামের নেত্রী নাসরিন বেগমসহ গণফোরামের নেতৃবৃন্দ।