নিয়োগ বিজ্ঞপ্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ৪০০৪ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, রিপোর্টার/নিউজরুম এডিটর, উপজেলা প্রতিনিধি, জেলা সংবাদদাতা, সীমান্ত/বর্ডার চেক পোষ্ট সংবাদ দাতা এবং বিশ্বের সকল শহরের জন্য এসএটিভি প্রবাস প্রতিনিধি নিয়োগ চলছে। এছাড়াও এসএটিভিতে সংবাদ ও অনুষ্ঠান উভয় বিভাগে প্রযোজনা সহকারী, সহকারী প্রযোজক, প্রযোজক, ক্যামেরা পার্সন, মেকাপ আর্টিসও, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর এবং লাইটসম্যান নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের কাছ থেকে কাভার লেটার সহ পূর্ণাঙ্গ সিডি আহ্বান করা যাচ্ছে।
আবেদনকারীর বয়সঃ সর্বোচ্চ ২৬ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক
সিডি ও কাভার লেটার পাঠানোর শেষ তারিখঃ ১২ অক্টোবর, ২০২১
ই–মেইলঃ satv.hr2022@gmail.com, CC to: career@grandpalacebd.com