নওগাঁর আত্রাই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প। এলাকার ফসলি জমি, মসজিদ, বিদ্যুতিক খুঁটিও রয়েছে ঝুঁকিতে। এরইমধ্যে বালু উত্তোলন বন্ধে লিখিত অভিযোগে পড়েছে প্রশাসনের বাক্সে।
নওগাঁর আত্রাই নদীর মধুগুড়নই পয়েন্ট। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। পাশে জেলার সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প, ফসলি জমি, মসজিদ, হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি, ছোট-বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সবই এখন হুমকির মুখে পড়েছে। এতে চরম শংকিত স্থানীয়রা।
স্থানীয় প্রভাবশালীদের দাপটে নিরুপায় এলাকাবাসী। প্রতিকার পেতে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
তবে বালু উত্তোলনকারীদের দাবি, নিয়মে মেনে ইজারা নিয়েছেন তারা। এ তথ্য স্বীকারও করেছে প্রশাসন।
৬০ লাখ টাকায় মোট ৮টি পয়েন্ট ডেকে নেয়ার দাবি করছে ইজারাদার কর্তৃপক্ষ।