নিয়মিত বাজার তদারকি করায় পণ্যের দাম কমেছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
চাপ প্রয়োগ করে নয়, সমন্বয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ২৯ পণ্যের দাম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। নিয়মিত বাজার তদারকি করায় ইতোমধ্যেই অনেক পণ্যের দাম কমেছে বলে দাবী করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাজার নিয়ন্ত্রণে পবিত্র রমজান উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে সরকারি সেই সিদ্ধান্ত এখনও কাগজ কলমেই সীমাবদ্ধ। এসব পণ্যের বেশিরভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা শেষে এসব বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, দাম তদারকিতে অধিদপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত বাজার মনিটর করা হবে। এতে সরকারের সমন্বয়হীনতার অভাব নেই বলেও জানান
তিনি। নিয়মিত বাজার তদারকির ফলে এরইমধ্যে অনেক পণ্যের দাম কমেছে বলে দাবী করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।