দেশে একজন মানুষও কষ্টে থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এ কথা জানান সরকার প্রধান। তিনি আশা করেন, চা শ্রমিকরা কাজের প্রতি মনোযোগী হবেন এবং মালিকপক্ষ তাদের যত্ন নেবেন।
মৌলভীবাজারসহ দেশের চারটি জেলার চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের খোঁজখবর নেন বঙ্গবন্ধু কন্যা। এসময় অন্যান্য চা বাগানে প্রজেক্টরের মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি দেখানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই জনগনের জীবনমান উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
গৃহহীনদের ঠিকানা দিতে সরকারে দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন সরকার প্রধান।
চা শ্রমিক ও মালিকপক্ষের প্রতি সরকারের প্রত্যাশার কথা জানান তিনি।
গেল ২৭ আগস্ট চা বাগান মালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ওই সময় চা শ্রমিকদের কাছ থেকে পাওয়া উপহারকে জীবনের শ্রেষ্ঠ বলেও মন্তব্য করে তা প্রদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা।