নিম্ন আদালতের ১৩ বিচারক ও ২৬ জন কর্মচারী করোনা আক্রান্ত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
 - / ১৬৫৯ বার পড়া হয়েছে
 
নিম্ন আদালতের ১৩ বিচারক ও ২৬ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি আরো জানান, এখন পর্যন্ত আর করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরো ৪ বিচারক। তবে বর্তমানে একজন বিচারক ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো এক বিচারক। এছাড়া করোনা আক্রান্ত ৯ জন বিচারক বর্তমানে নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান মোহাম্মদ সাইফুর রহমান। সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, ‘করোনায় আক্রান্ত বিচারকদের সার্বক্ষণিক খোজ রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।
																			
																		














