নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, দেশের মানুষকে সাথে নিয়ে এ বিশ্বমন্দা মোকাবিলা করা হবে । সকালে রাজধানীর শেরেবাংলা নগরের একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যা যা করণীয়, তা-ই করবে সরকার।
উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নীতিগত সহায়তার পাশাপাশি পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখা হবে।
দেশের সার্বিক অর্থনীতি নিয়ে একনেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না ।
পরিকল্পনামন্ত্রী জানান,৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একেনেক।