নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সফর করেছেন জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সফর করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
সকালে লালমনিরহাট সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও নেতারা তাকে অভ্যর্থনা জানান। গার্ড অব অনার নেয়ার পর নিজ বাসায় অবস্থান করছেন তিনি। এই সফরে নিজ নির্বাচনী এলাকায় তিন দিন অবস্থান করবেন জিএম কাদের। এ সময়ে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। দলীয় চেয়ারম্যানের আগমনে উজ্জীবিত হয়ে উঠেছে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।লালমনিরহাটে সফরে জিএম কাদের।