নিজের ভাগ্য নয় দেশ ও জনগনের ভাগ্য গড়াই জীবনের লক্ষ্য প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজের ভাগ্য নয় দেশ ও জনগনের ভাগ্য গড়াই তাঁর জীবনের লক্ষ্য। ওয়াশিংটনে বাংলাদেশ বিশ্বব্যাংক ৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। শেখ হাসিনা বলেন, আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুঁকে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এবং সে অগ্রযাত্রায় বিশ্ব ব্যাংকসহ দাতা রাষ্ট্র গুলোর সহায়তা চান তিনি। অনুষ্ঠানে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ধারবাহিকতায় কথিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মার সেতুর অর্থায়ন থেকে সরে দাড়ায় বিশ্বব্যাংক। কিন্তু তবুও দমে যায়নি ৭১ এর হার না মানা বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে উত্তাল পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতিক পদ্মা সেতু।
উদ্বোধনের প্রায় বছর খানেক বাদে ওয়াশিংটনের ডব্লিউবি’র প্রিস্টন অডিটোরিয়ামে আবারো আলোচনায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন শীর্ষক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দিয়ে কল্পিত দুর্নীতির অভিযোগের জবাবটাই যেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় পাঁচটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের অগ্রযাত্রায় বিশ্বব্যাংকসহ দাতের সহায়তা চানা শেখ হাসিনা। বলেন, জনগনের সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো খাতে আরো বেশী বিনিয়োগই বাংলাদেশের প্রত্যাশা।
এর আগে বিশ্বব্যাংকের সদর দপ্তরে শিহাতা সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের বোর্ড সদস্যদের সাথে একটি বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে যারাই ঋণ দিয়েছে তা ফেরত পেয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যৌথ ভাবে একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এসময় তিনি বলেন এই প্রদর্শনীতে ফুঁটে উঠেছে বাংলাদেশের সাফল্য ও অগ্রযাত্রা।
পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে সাথে নিয়ে লাল সুবজের সংস্কৃতির মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।