নিজের বাড়িতে প্রতিদিন রাতে ৯ ঘণ্টা ঘুমোলেই হবেন লাখপতি!
- আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নিজের বাড়িতে প্রতিদিন রাতে ৯ ঘণ্টা ঘুমোলেই হবেন লাখপতি! ভারতের একটি সংস্থা ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ নামে এমন লোভনীয় প্রস্তাব দিচ্ছে। অবশ্য বেশ কিছু শর্ত জুড়েও দিয়েছে তারা। বিস্তারিত খালিদ বিন আনিসের ডেস্ক রিপোর্টে।
নিজের বাড়িতে আরামের সঙ্গে ৯ ঘণ্টা ঘুমোতে হবে। তাহলেই মিলবে নগদ ১ লাখ টাকা! নিছক গল্প মনে হলেও এমনই লোভনীয় বিজ্ঞাপন দিয়েছে ওয়েকফিট নামের ভারতীয় একটি ওয়েবসাইট।
মানুষকে ঘুমের সমস্যা থেকে রেহাই দিতেই ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’ নামের এই প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। টানা ১শ’ দিনের এই প্রোগ্রামে প্রতি রাতে নিয়ম করে ঘুমাতে হবে প্রার্থীকে। বাদ দিতে হবে রাতে নিয়মিত টিভি দেখার অভ্যাস। তাছাড়া নির্বাচিত হতে হলে বিছানায় যাওয়ার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ার যোগ্যতাও থাকতে হবে। শর্তের গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তবে চাকরির জন্য আবেদন করতে পারেন আপনিও!