নিখোঁজের তিন ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুর গলাকা’টা ম’রদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
নিখোঁজের তিন ঘণ্টা পর ৫ বছরের এক শিশুর গলাকাটা দেহ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। জড়িত সন্দেহে প্রতিবেশী সাব্বিরকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির লোকজন পাশের বাড়ির টিউবওয়লের কাছ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়। জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চলছে তদন্ত।