নিউজিল্যান্ড সিরিজে চমকের অপেক্ষায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ড সিরিজে চমকের অপেক্ষায় বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টুয়েন্টি রেংকিংয়ে পাঁচে ওঠার হাতছানি টাইগারদের সামনে। তবে, তাতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। অন্য ব্যবধানে সিরিজ জিতলে, থাকছে ছয়ে ওঠার সুযোগ। রেংকিংয়ে উন্নতি হলে পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের।
টেস্ট ও টি-টুয়েন্টি’র তুলনায় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। যে ফরম্যাটের রেংকিংয়ে এখন সাত নম্বরে লাল-সবুজ। যে অবস্থানে যেতে টাইগাররা পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মতো দলগুলোকে।
রেংকিং তুলনায় টেস্ট ও টি-টুয়েন্টিতে হতাশ বাংলাদেশ। টেস্টে নয় আর টি-টুয়েন্টিতে আরো এক ধাপ নিচে দশে টাইগাররা।
তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আশার পালে হাওয়া বাংলাদেশের টি-টুয়েন্টি রেংকিং। শেষ দশ ম্যাচে ৭ জয়ে রেংকিংয়ে উন্নতি না হলেও রেড়েছে পয়েন্ট। তবে, এবাব উন্নতি হবে রেংকিংয়ে,যেখানে এক লাফে ১০ থেকে পাঁচে উঠে আসার সুযোগ। যা সম্ভব কেবল নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে।
৪-১ অথবা ৩-২ ব্যবধানে জিতলে স্বাগতিকরা পৌঁছে যাবে ছয়ে। আর ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও তিন ধাপ উপরে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।
অনভিজ্ঞ কিউইদের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তি হলে বাংলাদেশের রেংকিং উন্নতি সময়ের ব্যাপার মাত্র। তবে, বিসিবির চাওয়াটা আরও বড়।
বাংলাদেশের রেংকিং উন্নতিতে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তানের মতো দলগুলোর অবস্থানটা হুমকির মুখে।