নিউজিল্যান্ডে আরও এক দফা করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ফলাফল নেগেটিভ হলে মঙ্গলবার থেকে মিলবে অনুশীলনের সুযোগ।
দীর্ঘদিন কোয়ারেন্টাইন থাকা টাইগাররা যেন রীতিমতো অস্বস্তিতে ভুগছে। তাই অনুশীলনে ফিরতে মুখিয়ে আছেন মুশফিক-শরিফুলরা। এদিকে, আজ দুই গ্রুপে ভাগ হয়ে কয়েক দফা হোটেলের সামনে রানিং করেছেন ক্রিকেটাররা। ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে। সিরিজ শুরুর আগের দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডে অতীত পরিসংখ্যান ভালো না হলেও, ইতিহাস বদলাতে চান পেসার শরিফুল ইসলাম।