নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ
- আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
স্বামীকে তালাক না দিয়ে পুনরায় বিয়ের অভিযোগে আলোচিত নায়িকা পরীমণি ও কথিত অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে নোটিশে।
গতকাল কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী—পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,যখন সন্তান সম্ভবা তখন দ্বিতীয় বিয়ের ঘোষণা, দেশের প্রচলিত আইনে অপরাধ। ওই আইনজীবী বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল পরীমণি যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমণি গত বছর ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করেন। তার এ বিয়ে বেআইনী। চলতি বছরের ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন পরীমনি ও রাজ। এ বিষয়ে আইনজীবী বলেন, আলোচনায় আসতে নয়, বিবেকের তাড়নায় দায়িত্ববোধ থেকে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।