নাশকতার পরিকল্পনার সময় বগুড়ায় ছাত্র শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নাশকতার পরিকল্পনার সময় বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মালতিনগর শ্মশানঘাটের একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কাজের পরিকল্পনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, কম্পিউটার, কেরোসিন তেল লাগানো কিছু লাঠি, দুইটি চাপাতি ও দুইটি হাসুয়া উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিব, সদস্য শাহীন আলম, মালতিনগর উপ-শাখার সভাপতি মেহেদী হাসান, জিয়া আলম, মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউছুব আলী, কর্মী গোলাম মোর্তুজা, আব্দুল কুদ্দুস ও ইউছুব আলী।