নারী বিশ্বকাপের সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুন ভাবে বিশ্বকাপ বাছাইপর্বের শুরু করেছে বাংলাদেশ নারী দল। করোনা আর ইনজুরির কারণে বাছাইপর্বের আগেই জাহানারা আলম ও ফারজানা হককে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মাঠের খেলায় তাদের অনুপস্থিতির প্রভাব পড়তে দেয়নি নিগার সুলতানারা।প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে বিশ্বকাপে উঠার মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে বড় জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারায় বাংলাদেশ। তাই এ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিতে আশাবাদী নিগার সুলতানার দল।