দেশে নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংক ও এসএমই ফাউন্ডেশন অনলাইন প্লাটফর্ম গঠন করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশের নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতে সহায়তা করতে দেশে প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্ম গঠন করেছে বিশ্বব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।
সকালে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের আঞ্চলিক পরিচালক মারসি মিয়াংগ টেমবন ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার খুঁজে পাওয়ার পাশাপাশি কর্পোরেট হাউজগুলোতে তাদের পণ্য বিক্রি করতে সহায়তা করবে এই প্লাটফর্মটি। এছাড়া, এই প্লাটফর্মের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের জন্য তাদের ঋণ বিষয়ক তথ্য উপস্থাপন করতে পারবে বলেও জানান তারা।