নারীর প্রতি সংহিসতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ইনার হুইল ক্লাব অব বাংলাদেশ। বিকেলে ঢাকার গুলশানে বিচারপতি সাহাবউদ্দিন পার্কে আয়োজিত রেলিশেষে সংগঠনের নেত্রীরা বলেন, নারী শুধু পুরুষ দ্বারাই নির্যাতিত নয়। নারীর হাতেও বহু নারী নির্যাতিত হচ্ছে।
নারীর প্রতি সহিংসতার অবসান ঘটানোর দিবস উপলক্ষ্যে রেলীর আয়োজন করে ইনার হুইল ক্লাব অব বাংলাদেশ। রেলী পূর্ব সমাবেশে বক্তারা বলেন, পরিবারই নারীদের প্রতি সবচেয়ে বেশী সহিংসতা হয়। তাই নারী নির্যাতন বন্ধে পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পারিবারিক মূল্যবোধের ওপর জোর দিতে হবে।
সংগঠনের সাবেক সভাপতি মনোয়ারা আলী বলেন, নারীদের প্রতি সহিংসতা শুধু গ্রামে নয়, শহরের এই সহিংসতা বেড়ে চলেছে। যারা নারীদের প্রতি সহিংসতা চালাবে তাদের কাঠোর শাস্তির আওতায় আনতে হবে।
সারাদেশে ১১৫টি ইনার হুইল ক্লাব রয়েছে। এই সংগঠন সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করা ছাড়াও নারীদের অধিকার, সমস্যা, সংহিসতা প্রতিরোধে বরাবর সোচ্চার ভূমিকা পালন করে আসছে।