নারীর নিরাপত্তায় ঢাকার বাসে সিসিটিভি ক্যামেরা
- আপডেট সময় : ০৮:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নারীর নিরাপত্তায় ১০০টি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। সকালে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কাযক্রমের উদ্বোধন করে বলেন,ক্যামেরাযুক্ত বাসে নারীরা উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তিনি বলেন, নারীর হ্মমতায়নে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ নারী বান্ধব হিসেবে পরিচিতি পাবে বলে ও জানান ফজিলাতুন নেসা ইন্দিরা।
জীবনকে গতিময় করতে নারীকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় গনপরিবহনে। তবে গনপরিবহনে নেই পর্যাপ্ত নিরাপত্তা। দিনে দিনে বাড়ছে যৌন হয়রানি,ধর্ষন ও হত্যার মতো ঘটনা।
রাজধানীর মিরপুরে গনপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১০০টি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
সিসিটিভি সংযুক্ত গণপরিবহনে যাতায়াতে নারীরা স্বাচ্ছন্ন বোধ করবেন বলে জানান তিনি।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রনী ভূমিকার কথাও তুলে ধরেণ ফজিলাতুন নেসা ইন্দিরা।
গনপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপনে নারীদের হয়রানি কমবে বলে মনে করেন নারী যাত্রীরা।
সিসিটিভি ক্যামেরাযুক্ত প্রজাপতি পরিবহনের বাসগুলো মিরপুর ১, ২, আব্দুল্লাহপুর,বসিলা, শ্যামলি, টাউন হল,ঘাটারচর, কামারপাড়া রুটে যাতায়াত করবে।