নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তামান সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৬৭১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তামান সরকার। তিনি বলেন, সুযোগ পেলে মেয়েরা সবক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে পারে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবেসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিটি জায়গায় বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে উল্লেখ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারীদের জন্য প্লট বরদ্দের ব্যবস্থা থাকছে বলে জানান শেখ হাসিনা।
নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও জয়ীতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারীদের উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগের তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী নির্যাতিত নারীদের পূনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধু।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা নারী-পুরুষের সমতা নিশ্চিত করেছে।
সরকারের উচ্চপদে নারীদের সুযোগ দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের যেখানে যাকে সুযোগ দেয়া হয়েছে, সেখানেই ভালো করছে তারা।
এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়ীতা ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার হিজড়া সম্প্রদায়ের পাখি দত্তের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।