নারীদের আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি ক্রিকেটার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নারীদের আইপিএলের নিলামে জায়গা পেয়েছে ৯ বাংলাদেশি ক্রিকেটার।
নারী আইপিএলের প্লেয়ার্স ড্রাফট প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের নয় ক্রিকেটার। নারীদের আইপিএলের খেলোয়াড়দের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি শ্রেণীতে আছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। এছাড়া ছয়জনই আছেন ৩০ লাখ ভিত্তিমূল্য শ্রেণিতে। বিস্ময় জাগিয়ে ড্রাফটে জায়গা পেয়েছেন সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানো ব্যাটার স্বর্ণা আক্তার। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ১৬ বছর বয়সী এই ব্যাটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি।