নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘এমভি মকবুল-২’ নামের যাত্রীবাহী একটি লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। সকালে এ তথ্য নিশ্চিত করে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, চাঁদপুরগামী লঞ্চটিতে প্রায় দেড়শ’ যাত্রী ছিলেন।
রাত ১১টার দিকে লঞ্চটি মেঘনা নদীর মোহনা- ষাটনলের কাছে এলে স্পিডবোটে করে আট-দশজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে এবং আধা ঘণ্টায শতাধিক মোবাইল ফোন, কয়েক লাখ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে চলে যায়। যাত্রীরা চিৎকার করলে ফাঁকা গুলি ছুঁড়ে তারা স্পীডবোটে পালিয়ে যায়। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান জানান, প্রায় দেড়শ’ যাত্রী নিয়ে রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চটি। পরে খবর পেয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।