নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পণ্ড হয়ে গেছে সম্মেলন।
সকালে শিমরাইল এলাকায় গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের কোনো নেতা-কর্মীকে সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি। তাদের কমিটিতেও স্থান পাননি তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগে মামুন মাহমুদের পক্ষে একটি মিছিল সভাস্থলে স্লোগান দিয়ে প্রবেশ করলে তাদের ওপর চড়াও হন গিয়াসউদ্দিনের সমর্থকরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুর ও মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।























