নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোর বেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ২০ বছরের বড় মমতাজকে দশ বছর আগে বিয়ে করে আতাউর। এর পর থেকে শ্বশুড় বাড়িতেই থাকতেন তারা। এ দম্পতির কোন সন্তান নেই। বিভিন্ন সময়ে নানা কারণে পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জেরে স্ত্রীকে মারধর করতো আতাউর। আহত অবস্থায় মমতাজকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে শাসনগাঁও এলাকায় ইউনুসের মার্কেটে জুতার দোকানি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবউদ্দিন জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেফতার করা হয়েছে।
























