নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশ প্রহরী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী মালিক সমিতির নৈশ প্রহরী ভাসান মালতি নিহত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ছিনতাই করার সময় তিনি বাধা দেয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বুকে ও পিঠে আঘাতে চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
























