নারায়ণগঞ্জের অটোরিক্সার চাপায় শর্টফিল্ম নির্মাতা ও ফটোগ্রাফার মোশারফ রোজ নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের অটোরিক্সার চাপায় শর্টফিল্ম নির্মাতা ও ফটোগ্রাফার মোশারফ রোজ নিহত হয়েছে।
শুক্ররাত ৯টায় সাবদী এলাকায় থেকে শ্যুটিংয়ের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বন্দর থানার ওসি ফখরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাটি জব্দ করে।