নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে রাজিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা।
গতকাল রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে মাদক ব্যবসায়ী রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মিরাজ ও আয়াতের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় অপর দুই জন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।