নারায়ণগঞ্জের মসজিদ দুর্ঘটনাস্থলে কাজ করছে তদন্ত কমিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের মসজিদ ট্র্যাজেডিতে দুর্ঘটনাস্থলে কাজ করছে তদন্ত কমিটি। এছাড়া গণশুনানিতে অংশ নিয়েছেন ১৮ জন এলাকাবাসী।
সকালে ২য় দিনে মসজিদের আশপাশের বিভিন্ন অংশের মাটি খুঁড়ে গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছে তিতাস। অপরদিকে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে সাক্ষ্য দিয়েছেন ১৮ জন এলাকাবাসী। তদন্ত কমিটির প্রধান- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববি এ সাক্ষ্য নেন। এছাড়া, ২৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদেরকে তাদের নিজ জেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।