নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ
- আপডেট সময় : ১২:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন অরিজিৎ, তার স্ত্রী রিংকু ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। আজ এ তথ্য জানান ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া।
গত রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এক বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা বলেন, রাত ৩টার দিকে বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান রিংকু। এরপর দিয়াশলাই জ্বালাতেই ঘরে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হন। তার ধারণা গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।