নায়িকা শিমু হত্যা: দায় স্বীকার করেছে তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চলচ্চিত্র শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদ। এ তথ্য জানিয়েছে পুলিশ। আসামীদের আটক করেছে রেব। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।
সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে, ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। এদিকে, এই অভিনেত্রীর বোন জানান, রোববার সকাল ১০টায় বাসা থেকে বের হয় শিমু। তার খোঁজ না পেয়ে কলাবাগান থানায় জিডি করা হয়। ১৯৯৮ সালে সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী শিমুর। কাজী হায়াত পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন বলে জানা গেছে। এ ছাড়া অর্ধশতাধিক নাটকে অভিনয় করেন তিনি। দুই দশকেরও বেশি সময় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শিমু।