নামিবিয়াকে বড় চ্যালেঞ্জই দিয়ে ছিল নেদারল্যান্ডস। জয়ের জন্য লক্ষ্য দিয়েছিল ১৬৫ রান। ডাচদের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে এই রান তাড়া করে দারুণ জয় তুল নেয় নামিবিয়া। তারা জিতেছে সহজেই ছয় উইকেটে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে ১৬৪ রান করে। জবাবে নামিবিয়া চার উইকেট হারিয়ে ১৬৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে। নামিবিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান ডেভিড উইসের। তিনি ৪০ বলে ৬৬ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ছোট হলেও অধিনায়ক জেরহার্ড এরাসমাস ২২ বলে ৩২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না নেদারল্যান্ডসের। স্টিফেন মাইবার্গ আর ম্যাক্স ও’দাউদ দলকে ভালো শুরু এনে দেন। এদিনের জয়ের সুবাদে ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে নামিবিয়া।