নান্দাইলে অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানায়, গত বছরের ২ নভেম্বর রাতে কিশোরগঞ্জের বটতলা বাজার থেকে মোশাররফ হোসেনের অটোরিকশা রোগী বহনের নামে ভাড়া করে চারজন। পরে, নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজারে নিয়ে যায় তাকে। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে মোশারফকে ছুরিকাঘাত করে করে পালিয়ে যায় ওই চারজন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মোশাররফের। এ ঘটনায় ৫ নভেম্বর নিহতের বাবা সুলতান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন।