নানা সমস্যায় খুঁড়িয়ে চলছে জামালপুর বিসিক শিল্প নগরী
- আপডেট সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভাঙ্গা সড়ক আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলছে জামালপুর বিসিক শিল্প নগরী। প্রতিষ্ঠার ৩০ বছর পেরিয়ে গেলেও ভাঙ্গা রাস্তা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে গড়ে উঠেনি কাঙ্খিত শিল্প-কারখানা। এজন্য কর্তৃপক্ষের উদাসিনতাকেই দায়ী করেছেন এখানকার উদোক্তা ও শ্রমিকরা।
ক্ষুদ্র শিল্পের বিকাশে ১৯৯০ সালে ২৬ একরের বেশী জায়গা নিয়ে জামালপুরের দাপুনিয়ায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্প নগরী। কারখানার জন্য ১৯৭টি প্লট তৈরী করা হয় নগরীতে। ছোট-বড় মিলিয়ে ৮২টি শিল্প-কারখানা গড়ে ওঠে সেখানে। ১৯৭টি প্লটের মধ্যে সবগুলো বরাদ্দ হলেও বর্তমানে ৫৬টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় লোকসানের মুখে বন্ধ হয়ে যায় বাকী ২৬টি শিল্প ইউনিট। চালু থাকা কারখানাগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরমধ্যে ২০টির অবস্থা একেবারেই নাজুক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার অভাবে বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা। বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার পর পানি নিষ্কাশনের জন্য নতুন করে ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবী তাদের।
পুরনো সুরু ও ভাঙাচোরা ড্রেনে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা লেগেই থাকে সব সময়ই। ফলে চলাচলে সমস্যায় পড়তে হয় শ্রমিক ও গাড়ী চালকদের।
জামালপুর বিসিকের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশী-বিদেশীরা বিনিয়োগ করেছেন। বিসিকের বর্তমান সমস্যা গুলো নিরসনে এ মাসের শেষের দিকে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা।
গত অর্থ বছরে প্রায় ৩৩ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। চলমান সমস্যাগুলো সমাধান হলে আরও বেশী উদ্যোক্তারা বিনিয়োগ করবে, সরকারও রাজস্ব পাবে আরও বেশী। আর আশ্বাস নয়, বিসিক শিল্প নগরীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি উদ্যোক্তাদের।