নানা জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫০৫ বার পড়া হয়েছে
নানা জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে নিউজিল্যান্ড সফরে দেশসেরা অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ।
কিউইদের দেশে শেষ দুইবারের সফরেও ছিলেন না সাকিব। এর আগে, নিউজিল্যান্ড সফরের জন্য সাকিবকে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তারপরই ছুটির জন্য আবেদন করেন নাম্বার সেভেন্টি ফাইভ। শেষ চার বছরে ২৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর ১৬টিতেই ছিলেন না সাকিব আল হাসান। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১ জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মুখোমুখি হবে মমিনুলের দল। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে।