নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।
রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে সেখান থেকে রেলি বের করা হয়।
ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র ইকরামুল হক টিটু।
বরিশালে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
সাভার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
পাবনায় আমরা ক’জন মুজিব সেনা তত্ত্বাবধানে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
লীগের নেতা কর্মীরা।
নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বংগবন্ধুর প্রতিকৃতি ও মুরালে পুস্পমাল্য অর্পন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানিকগঞ্জে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সভায় অংশ দলীয় এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।