নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে গাইবান্ধার সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে
- আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৮২৪ বার পড়া হয়েছে
জাল দলিলসহ নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানীর অভিযোগ উঠেছে গাইবান্ধার সাব-রেজিস্টার অফিসের বিরুদ্ধে। গ্রাহকদের দাবি এ অফিসে দলিল লেখকদের এক চক্র জমির ক্রেতা-বিক্রেতাদের জোর করে দলিলে স্বাক্ষর, দাগ নম্বর পরিবর্তন বালাম বইয়ের পাতা ছেড়া-কাটা সংযোজনসহ নানা অনিয়মের সাথে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিক ভাবেও লাঞ্চিত করা হয়।
সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মোস্তফা মিয়া। তার জমি বিক্রি করতে এসে সাব- রেজিষ্টি অফিসে দিনের দিন পর দিন ঘুরতে হচ্ছে তাকে। অভিযোগ রয়েছে দলিল লেখক সমিতির সভাপতি নুরে হাবিব টিটন অনুমতি ছাড়া কোন কাজেই এখানে হয় না। আর এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে শারীরিক ভাবেও লাঞ্চিত হয়েছেন সমিতির আরোক দলিল লেখক।
প্রতিদিনেই এরকম বহু মানুষ হয়রানির স্বীকার হন গাইবান্ধার সাব: রেজিষ্ট্রি অফিসে। কিন্ত এসবের কোন প্রতিকার পাওয়া যায় না।
এদিকে ঘটনার সতত্যা স্বীকার করে নিজেকে অসহায় দাবী করেন অফিসের এই কর্মকতা
এদিকে এ বিষয়ে অভিযুক্ত সভাপতি টিটনের সাথে কথা বলতে চাইলে কোন ভাবেই কথা বলতে রাজি হননি তিনি। তবে জেলা রেজিষ্ট্রির বলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দ্রুত দূর্নীতি পরায়ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার।