নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধাকে মারধরের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে রেব।
গেলো রাতে তাদের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, ২৬ অক্টোবর ৭৫ বছরেরও বেশি বয়সী এক বৃদ্ধাকে মিথ্যা অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এলাকার উজ্জ্বলসহ ১০ যুবক। খবর পেয়ে পুলিশ মেয়ের জামাইসহ ওই বৃদ্ধাকে আটক করা হয়।
নাটোরের সিংড়া থেকে সাড়ে ২৬.৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে রেব-৫ এর সদস্যরা।
সাতক্ষীরা কলারোয়া সোনা বাড়িয়া ইউনিয়ন এলাকা থেকে ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়।রেব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ এ কথা জানান।