নাটোরে প্রকৌশলীর সর্বস্ব লুটের মামলায় উবারের কারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
নাটোরে প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়ার মামলায় উবারের প্রাইভেট কারসহ ৩
ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংকালে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। আটককৃতরা হলো আরিফুল ইসলাম, বাদশা মিয়া দেওয়ান ও শরিফুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য উবারের গাড়িতে উঠেন। উবারে ড্রাইভার ও অজ্ঞাতনামা আরো তিনজন ছিল। গাড়িতে ওঠার পর ওই প্রকৌশলীর হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে মারধর করে। এসময় প্রকৌশলীর কাছে থাকা মোবাইল ফোন সেট, এটিএম কার্ড, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে হাত-পা বাঁধা অবস্থাতে রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রী কলেজের সামনে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।