নাটোরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়া কলেজছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, নাজমুল হক, রাজিবুল ইসলাম, রেজাউনুল ইসলাম, মোহাম্মদ রিপন, মো. শহিদুল ও সাব্বির হোসেন। ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়। প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে দুপুরে এ রায় দেয় আদালত।