নাকুগাঁও স্থলবন্দরে পাথর ও কয়লা আমদানি ব’ন্ধ থাকায় বেকার প্রায় চার হাজার শ্রমিক
- আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর ও কয়লা আমদানি বন্ধ হওয়ায় স্থবির বন্দরের কার্যক্রম। বেকার প্রায় চার হাজার শ্রমিক। বিনিয়োগ করে বেকায়দায় ব্যবসায়ীরাও। দ্রুত সব জটিলতা নিরসন করে ফের ভারতের সাথে ব্যবসা শুরু হবে-এনম প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।
পাথর ও কয়লা নির্ভর এ স্থল বন্দরে দীর্ঘ দিন ধরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এরপর থেকে পাথরেই ভর করে সচল ছিলো বন্দর। চলতি বছরের ৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় পাথর আমদানি। এতে থমকে দাঁড়িয়ে যায় বন্দরের কর্মচাঞ্চল্য।
কাজ না থাকায় বেকার হয়ে পড়েছে বন্দরের প্রায় চার হাজার শ্রমিক। ধার দেনা করে খুব কষ্ট করে দিন কাটছে তাদের। পাথর, কয়লাসহ অনুমোদিত অন্য পন্যগুলো আমদানির দ্রুত ব্যবস্থা করার দাবি শ্রমিকদের।
ভারতের পাথর আমদানি বন্ধ হওয়ায় ক্ষতিতে পড়েছেভব্যবসায়ীরাও। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি তাদের
তবে সম্প্রতি বন্দর পরিদর্শনে এসে বন্দরের উন্নয়নের যা যা প্রয়োজন তাই করবেন; জানালেন এ ব্যবসায়ী নেতা।
দ্রুত এ সমস্যা কেটে যাবে; প্রত্যাশা বন্দরের এ কর্মকর্তার
১৮টি অনুমোদিত পণ্য আমদানির কথা থাকলেও শুধু পাথর আমদানী কার্যক্রম চলছে এই বন্দরে।