নাইম শেখের ব্যাটে বিশ্বকাপে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখলো বাংলাদেশ।
বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে টাইগাররা। মঙ্গলবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান করেন নাঈম শেখ। জবাবে ৯ উইকেটে ১২৭ রান রান তোলে ওমান। শঙ্কা, ভয়,কিংবা দুচিন্তা সব কিছুকে পেছনে ফেলে টি টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়। ম্যাচ সেরা সাকিব, মাহেদী ও সাইফউদ্দিনদের সময় উপযোগী বোলিংয়ে টাইগারদের স্বস্তির জয়।