নাইক্ষ্যংছড়িতে শাহ আলমকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

- আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শাহ আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহি এ রায় দেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে নাইক্ষ্যংছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে শাহ আলম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশীরা। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলার আসামী হৃদয়কে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে এ আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয় শ্রী সমদ্দার। মামলার বিবরণে চলতি বছরের ১২মে সকালে সাটুরিয়া উপজেলার বেলতলা এলাকায় শ্যালো মেশিন ঘরে আরিফকে গলা কেটে হত্যা করে হৃদয়।এই সময় আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশে দেয়।