নষ্ট ও ভ’য়ঙ্কর সময় অতিক্রম করছে জাতি : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নষ্ট ও ভয়ঙ্কর সময় অতিক্রম করছে জাতি, বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার কথা বলে মানুষের অধিকারকে পুরোপুরিভাবে কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দুপুরে রাজধানীর মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ে পত্রিকাটির দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবিধানে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অধিকার প্রতিষ্ঠায় অবশ্যই সংবিধানে কিছু পরিবর্তন আনতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, নয়া দিগন্তের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকে।